গোলাম রহমান প্রকাশিত গ্রন্থসমূহ

আমদের আজকের আলোচনার বিষয় গোলাম রহমান প্রকাশিত গ্রন্থসমূহ।

Table of Contents

গোলাম রহমান সম্পর্কে কিছু তথ্যঃ-

গোলাম রহমান (২৮ নভেম্বর ১৯৩১ – ১২ জানুয়ারি ১৯৭২) বাংলাদেশের একজন শিশু সাহিত্যিক এবং সাংবাদিক। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। গোলাম রহমান ১৯৩১ সালের ২৮ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

গোলাম রহমান ১৯৪৭ সালে কলকাতার মডার্ন স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং ১৯৪৯ সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজে, ল ভর্তি হলেও পড়াশোনা অসমাপ্ত রেখে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) চলে আসেন। বাংলাদেশে এসে তিনি জগন্নাথ কলেজে ভর্তি হলেও শিক্ষা সমাপ্ত করতে পারেন নি।

 

গোলাম রহমান প্রকাশিত গ্রন্থসমূহ

 

গোলাম রহমান প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

কবিতা

  • বিচ্ছিন্ন পঙক্তিমালা

  • জলধির সদিচ্ছা

  • মোনাজাতে

  • নরকগুলজার

  • ভোঁকাট্টা

  • নাগামরিচ

  • শকুনি ঠোঁটে

  • মাটির ময়না

  • দেখেছি তাহারে

  • শ্রমিক দিবস

  • বুনো ফুলের ঘ্রাণ

  • উষ্ণতার ব্যামো

  • সহজিয়া কথা

  • ঈদের খুশী

  • শাওয়ালের চাঁদ

  • পার করো

  • নরকের ছায়া

  • বরকতের মাস

  • সিয়াম

  • সমগ্ৰ সময়

  • আল্লাহর অনুগ্রহ

  • অনাদরে

  • মূঢ় হয়ে থেকে গেলে

  • রক্তের ছাপ

  • বঙ্গজননীর কোলে

  • বগলে বই নাই।

  • নিরাপদ জীবন

  • শেষ দৃশ্যপট রসের সন্ধানে

  • বিষাক্ত বাতাস

  • ধুয়ে নেই মুখটা

  • ফাগুনের দুয়ারে

  • রুপালী জলের খেলা

  • মেঘের আবডালে

  • গোধূলিবেলায় নদীর চরে

  • খেল খেলতে রহেগা

  • স্বপ্নের গহীন থেকে

  • জীবাণু মুক্ত হোক আকাশের গায় হেলান দিয়ে

  • একটু একটু লজ্জা

  • রূপের রাণীর ঠ্যালা

  • মেঘবতীর বৃষ্টি ভেজা আদ্র মাটি

  • রিরংসা শিকলে বন্দী কর

  • জন্ম নিতে চাই না প্রভু

  • কবিতার মৃত্যু

  • কাঁচ ভাঙ্গা ঝনঝন

  • বস্ত্র হরণ

  • একটা গাছের চারা

  • মেঘলা আকাশ

  • ছি কী লজ্জা

  • ঘৃণার থুথু

  • ফুলশয্যায় বিষযন্ত্রণা

  • হরিণ-হরিণী নিরুদ্দেশে জেটবিমান

  • সত্যবাণী

  • আঁচলে ঢেকে দেব মুখ

  • শুধু কুয়াশা কুয়াশা

  • অবোধের চিন্তন

  • অঈপ্সিত ভুল

  • আল্লাহর কুদরত

  • গন্ধগোকুলের আবাস

  • শুধু ফোঁস ফোঁস

  • বেখাপ্পা কথারা

  • আপেক্ষিকতা চোর পুলিশ

  • অশ্বডিম্ব

  • কালের কথা

  • ঝাল মুড়ির ঠোঙ্গা

  • ফোটেনি ফুল অভিমানী রক্ত

  • ফিরে এসো উর্বশী

  • স্বর্গের উর্বশী বিষবৃক্ষ

  • অচল মুদ্রা

  • বিষণ্ণ ম্লান মুখ

  • চাষীর মুখে হাসি

  • পাখিটির কষ্ট

  • সুপ্তা ছেঁড়ে দাও অদ্ভুত আচরণ

  • পৈশাচিক জাদুর দেশে

  • এটা কোনও কবিতা নয়

  • ভালোবাসার একটুস গল্প

  • হুঁ-শি-য়া-র

  • ঈদ পার্বণে কবিতার সাথে আলাপচারিতা

 

গোলাম রহমান প্রকাশিত গ্রন্থসমূহ

 

  • কাঁঠালীচাঁপা গপ্পো

  • ভয়ঙ্কর স্তব্ধতা

  • রসুন বুনেছি

  • ফরিয়াদ

  • ডোমমাছির ফ্যান্টাসি

  • শীতের গপ্পো

  • পৌষ-মাঘের কেচ্ছা

  • মানুষের কল্যাণে

  • একটা জনম

  • হলুদ ঘাস

  • শিরোনাম হীন

  • আমাদের ভুল আমাদের লজ্জা

  • জিহাদ নয় সন্ত্রাস

  • আকাশে আকাশে আকাশে

  • অন্য কোনো বসন্ত আশায়

  • লক্ষ্মীসোনা

  • মানুষ শ্রেষ্ঠতম

  • আহাম্মক

  • কাশ ফুল (মিরর সিঙ্কেইন )

  • মৃত্তিকার ঋণ

  • শারদ জোছনা

  • জীবন্ত কঙ্কাল মা-মাটি-মানবতার কান্না

  • ইসসস কী যে সুখ

  • ঘুণে ধরা সপ্তডিঙ্গা

  • শ্রাবণে

  • আদার ব্যাপারী (রম্য)

  • ঝরাপাতা

  • কৃষ্ণ পাহাড়ের নীচে

  • এক সূত্রে গাঁথা তানকা

  • স্বরূপ নয় নিদর্শন দ্বিতীয় অধ্যায়

  • স্বরূপ নয় নিদর্শন

  • শুষে নিতে ইচ্ছে করে

  • মানবতার শব মিছিল ভাগ শালা বেজন্মা

  • আমার ভাত দাও

  • শেষ ট্রেন

  • বাদামের চিমসানো বিচি

  • বিষণ্ণ ম্লান মুখ দেখিবেনা আর

  • ঝর্ণাধারা

  • নীলপুপুরের গল্প

  • থমকে গেছে পথ

  • চায়ের পেয়ালায় দ্রবীভূত বিরক্তি

  • দাগ

  • ছোবল মেরো না

  • সালেহার দিনকাল

  • ঠনঠনে মাঠে পচাশামুক

  • ঈশ্বরের হাসি

  • খেয়ার অপেক্ষা

  • গাঙ্গুরের জলে

  • কবিতার বুকে গল্পের ছায়া অরণ্যে ফুল ফোটাই

  • অখণ্ড ভালোবাসা

  • স্বাধীনতা আমার

  • বাঙালী জাতির ইতিহাসে আর একটা দিন

  • হাওয়াপ্রবণ মানুষের গল্প সমাপ্ত

  • হাওয়াপ্রবণ মানুষের গল্প কথা দ্বিতীয় পর্ব।

  • হাওয়াপ্রবণ মানুষের গল্প (প্রথম অংশ)

  • বেলাশেষের কাব্য

  • আশ্চর্য সুন্দর রাত

  • অতএব

  • অন্যরকম অস্থিরতা

  • শিলালিপি দিন।

  • ভোরের গল্প

  • আগ্রাসন

  • আমি সেই

  • নতুন কোনো ভ্রূণের সঞ্চার

  • তাহারা অনেক অভিমানী গহীনের শব্দ

  • থামছি না থামব না।

  • ধূসর পাণ্ডুলিপি

  • ভালোবাসা দিবসের কাব্য

  • আভিজাত্যে ঘা লাগে

  • অনন্ত অজানায়

  • সুপ্রভাত

  • বসন্তগান

  • শোক বিলাসী

  • আজও আগুন জ্বলে আনন্দালোকে

  • আমাদের কীর্তনিয়া চাঁদ বোঝার নাই অভিলাষ

  • ফিরিয়ে দাও

  • জটিল ভালোবাসা স্বপনের ফসিলে

  • কতোটুকু বোঝা যায়

  • প্রতীক্ষা

  • এই খানে ছিল এক নদী

  • চন্দ্ৰকথা

  • আর কতোটুকু পারবো জন্মান্ধ বা বর্ণান্ধ

  • বেসামাল

  • তিমির আঁধারে

  • মহান বিজয় দিবস।

  • কষ্ট পেওনা

  • মাজা ভাঙ্গার আতঙ্ক

  • নাই তার ঠাঁই

  • তৃপ্ত হৃদয়

  • সাদা দাঁড়কাক দেখো নাই মুখ

  • ভ্যানগণ ঘামছে

  • শিস মারলি ক্যান

  • হায়রে গণতন্ত্র

  • বাঙলার হেমন্ত সকাল

  • ফুল হও

  • বিষ ফোঁড়া (একগুচ্ছ লান্দে )

 

গোলাম রহমান প্রকাশিত গ্রন্থসমূহ

 

  • পাগল আর কবি

    ভালোবাসার মডেল রোদেলা দিন।

  • তিনটি রুবাই

  • স্রষ্টার সৃষ্টি মহামানব

আরও দেখুনঃ

Leave a Comment