মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জীবন

আজকে আমাদের আলোচনার বিষয়ঃ মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জীবন। যা মানিক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি উপন্যাসে জীবন ও সমাজ এর অন্তর্গত

 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জীবন

 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জীবন

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে মানুষের জীবন অঙ্কিত হয়েছে বিচিত্রভাবে। তিনি বলেছেন:

“শৈশব থেকে সারা বাংলার গ্রামে শহরে ঘুরে যে জীবন দেখেছি, নিজের জীবনের বিরোধ ও সংঘাতের কঠোর চাপে ভাবালুতার আবরণ ছিঁড়ে ছিঁড়ে জীবনের যে কঠোর নগ্ন বাস্তব রূপ দেখেছি সাহিত্যে কি তা আসবে না? এই বাস্তব জীবন যাদের- সেই সাধারণ বাস্তব মানুষ?”

এই সাধারণ বাস্তব মানুষকে তিনি সাহিত্যে অন্বেষণ করেছেন। তিনি কলোল, কালি-কলমীয় ধারার আধুনিকতার সমালোচনা করে বলেছেন:

“বাংলাসাহিত্যে এই আধুনিকতা একটা বিপবের তোড়জোড় বেঁধেই এসেছিল, কিন্তু বিপব হয়নি, হওয়া সম্ভবও ছিল না-সাহিত্যের চলতি সংস্কার ও প্রথার বিরুদ্ধে মধ্যবিত্ত তারুণ্যের বিক্ষোভ বিপব এনে দিতে পারে না।

 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জীবন

 

তিনি আরো বলেছেন:

“আশা করেছিলাম অনেক, কিন্তু ক্রমে ক্রমে টের পেলাম সাহিত্যে যে অভাব, যে অসম্পূর্ণতা, আমাকে তীব্রভাবে পীড়ন করছে তার পূরণ হচ্ছে না। শৈলজানন্দের গ্রাম্যজীবন ও কয়লাখনির জীবনের ছবি হয়েছে অপরূপ- কিন্তু শুধু ছবিই হয়েছে: বৃহত্তর জীবনের সঙ্গে এই বাস্তব সংঘাত আসেনি। বস্তিজীবন এসেছে কিন্তু বস্তি জীবনের বাস্তবতা আসেনি বস্তির মানুষ ও পরিবেশকে আশ্রয় করে রূপ নিয়েছে মধ্যবিত্তেরই রোমান্টিক ভাবাবেগ।

মানিক বন্দ্যোপাধ্যায় তাই সমাজকে তার সম্পূর্ণতায় তুলে আনার জন্য সাহিত্য রচনায় একনিষ্ঠ ছিলেন। তিনি চেতনা দিয়ে উপলব্ধি করেছেন যে, জীবনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়া আর সে জীবনের শুধু কাহিনী রচনা এক নয়। প্রথমটি কঠিন, দ্বিতীয়টি এক প্রকার রোমান্টিকতাজাত ভাবাবেগ।

 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস জীবন

 

তিনি প্রথম পথের পথস্রষ্টা ছিলেন, ছিলেন মেহনতি ও সংগ্রামশীল জীবন রূপায়ণ করে এক জীবনের সঙ্গে অন্য জীবনকে গেঁথে দেওয়ার সুচারু শিল্পী। তাঁর উপন্যাসের চরিত্রসমূহ সেই শিল্পমূল্যের চারুপুষ্প, অপরাজিতা। মানিক উপন্যাসে নারী, পুরুষ, শিশু সকল চরিত্রই তাদের স্বরূপে ফুটে উঠেছে।

তিনি মানুষের জীবনের চাওয়া-পাওয়া, ইচ্ছা-অনিচ্ছা, বিাস্তববোধের সঙ্গে কল্পনার যব, অভ্যাস ও বাস্তব জগতের দ্বন্দ্ব, অতীত ও বর্তমান জীবনবোধের দ্বন্দ্ব, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মানুষের মানিয়ে চলা, ক্ষমতার ঔদ্ধত্য, ধর্মীয় গোঁড়ামি, সংস্কারের কাছে মানুষের অসহায়ত্ব ইত্যাদি চরিত্রের নানা দিক তাঁর উপন্যাসের পাত্র পাত্রীর মধ্যে এনেছেন।

আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের চরিত্রগুলোকে তিন ভাগে ভাগ করেছি : নারী চরিত্র, পুরুষ চরিত্র ও শিশু চরিত্র।

Leave a Comment