আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ

আমদের আজকের আলোচনার বিষয় আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ।

Table of Contents

আলাউদ্দিন আল আজাদ সম্পর্কে কিছু তথ্যঃ-

আলাউদ্দিন আল-আজাদ (জন্ম : ৬ মে, ১৯৩২ – মৃত্যু : ৩ জুলাই, ২০০৯) বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক ও অধ্যাপক। আশাবাদী সংগ্রামী মনোভাব তাঁর রচনার বৈশিষ্ট্য। বর্তমান নাগরিক জীবনের বিকার উপস্থাপনে আগ্রহী। তিনি ১৯৫২ এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র ১৯৬০ সালে ছাপা হয়।

আলাউদ্দিন আল-আজাদ ১৯৩২ খ্রিষ্টাব্দের ৬ মে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : গাজী আব্দুস সোবহান; মাতা : মোসাম্মাৎ আমেনা খাতুন; স্ত্রী : জামিলা আজাদ। প্রবেশিকা : নারায়ণপুর শরাফতউল্লাহ উচ্চ ইংরেজি বিদ্যালয়, রায়পুরা (১৯৪৭)। উচ্চ মাধ্যমিক (কলা) : ইন্টারমিডিয়েট কলেজ (১৯৪৯) তিনি ১৯৫৩ ও ১৯৫৪ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সরকারি কলেজের অধ্যাপনা পেশায় যুক্ত হন।

 

আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ

 

আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

 

উপন্যাস

  • তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০)

  • শীতের শেষরাত বসন্তের প্রথম দিন (১৯৬২)

  • কর্ণফুলী (১৯৬২)

  • ক্ষুধা ও আশা (১৯৬৪)

  • খসড়া কাগজ (১৯৮৬)

  • শ্যাম ছায়ার সংবাদ (১৯৮৬)

  • জ্যোৎস্নার অজানা জীবন (১৯৮৬)

  • যেখানে দাঁড়িয়ে আছি (১৯৮৬)

  • স্বাগতম ভালোবাসা (১৯৯০)

  • অপর যোদ্ধারা (১৯৯২)

  • পুরানা পল্টন (১৯৯২)

  • অন্তরীক্ষে বৃক্ষরাজি (১৯৯২)

  • প্রিয় প্রিন্স (১৯৯৫)

  • ক্যাম্পাস (১৯৯৪)

  • অনূদিত অন্ধকার (১৯৯১)

  • স্বপ্নশীলা (১৯৯২)

  • কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা (১৯৯৬)

  • বিশৃঙ্খলা (১৯৯৭)

 

আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ

 

গল্প

  • জেগে আছি (প্রথম প্রকাশিত গ্রন্থ)

  • ধানকন্যা

  • মৃগণাভি

  • অন্ধকার সিঁড়ি

  • উজান তরঙ্গে

  • যখন সৈকত

  • আমার রক্ত স্বপ্ন আমার

কবিতা

  • মানচিত্র

  • ভোরের নদীর মোহনায় জাগরণ

  • সূর্য জ্বালার স্বপন

  • লেলিহান পান্ডুলিপি

  • স্মৃতিস্তম্ভ

নাটক

  • নরকে লাল গোলাপ : মুক্তিযুদ্ধভিত্তিক নাটক

  • এহুদের মেয়ে

  • মরোক্কোর জাদুকর

  • ধন্যবাদ

  • মায়াবী প্রহর

  • সংবাদ শেষাংশ

 

আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ

 

রচনাবলী

  • শিল্পের সাধনা

স্বাধীনতা যুদ্ধের ওপর লেখা বই

  • ফেরারী ডায়েরী (১৯৭৮)

১ thought on “আলাউদ্দিন আল আজাদ প্রকাশিত গ্রন্থসমূহ”

Leave a Comment