জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ

আমদের আজকের আলোচনার বিষয় জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ।

জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু তথ্যঃ-

জীবনানন্দ-দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ – ২২ অক্টোবর, ১৯৫৪) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।

গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন৷ বুদ্ধদেব বসু তাঁকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেছেন৷ অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন।

জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন৷ তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি৷ চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন৷ বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে৷

 

 

জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ

 

জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ তালিকা

কবিতা

  • ১৩৩৩
  • ১৯৪৬-৪৭
  • অইখানে সারা দিন
  • অঘ্রাণ
  • অঘ্রাণ প্রান্তরে
  • অদ্ভুত আঁধার এক
  • আবৃত্তি
  • অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ
  • আবৃত্তি
  • অনন্ত জীবন যদি পাই আমি
  • অনন্দা
  • অনিবার
  • অনির্বাণ
  • অনুপম ত্রিবেদী
  • অনুসূর্যের গান
  • অনেক আকাশ
  • অনেক নদীর জল
  • অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয় করে
  • অনেক মৃত বিপ্লবী স্মরণে
  • অনেক রাত্রিদিন
  • অন্ধকার
  • অন্ধকার থেকে
  • অন্ধকারে জলের কোলাহল
  • অন্য এক প্রেমিককে
  • অন্য প্রেমিককে
  • অবরোধ
  • অবশেষে
  • অবসরের গান
  • অভিভাবিকা
  • অশ্বত্থ বটের পথে
  • অশ্বত্থে সন্ধ্যার হাওয়া যখন লেগেছে
  • অস্তচাঁদে
  • আবৃত্তি
  • আকাশলীনা
  • আকাশে চাঁদের আলো
  • আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে
  • আছে

 

জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ

 

  • আজ
  • আজ তারা কই সব
  • আজকে রাতে
  • আজকের এক মুহূর্ত
  • আট বছর আগের এক দিন
  • আদিম
  • আদিম দেবতারা
  • আবহমান
  • আবৃত্তি
  • আবার আসিব ফিরে
  • আমাকে একটি কথা দাও
  • আমাকে তুমি
  • আমাদের রূঢ় কথা শুনে
  • আমার এ ছোটো মেয়ে
  • আমি কবি-সেই কবি

 

জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ

 

  • আবৃত্তি
  • আমি যদি হতাম
  • আমি হাত প্রসারিত করে দেই

আরও দেখুনঃ

2 thoughts on “জীবনানন্দ দাশ প্রকাশিত গ্রন্থসমূহ”

Leave a Comment